ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ২৭ জানুয়ারি ২০২৬  
ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের দিন ২৪ ঘণ্টার জন্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন প্রসঙ্গটি জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন। 

আরো পড়ুন:

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকা (নির্দিষ্ট রুটে চলাচল ব্যতীত) চলাচল বন্ধ থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্রসহ), সাংবাদিক, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। 

এ ছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবায় ব্যবহৃত নৌযান, প্রধান নৌপথে বন্দর কার্যক্রম ও জরুরি পণ্য পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। ভোটার ও সাধারণ মানুষের একমাত্র চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও ছাড় থাকবে।

স্থানীয় প্রয়োজন ও বাস্তবতার আলোকে প্রয়োজনে আরও কিছু নৌযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা/এসবি//

সর্বশেষ

পাঠকপ্রিয়