ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এ কে খন্দকারের পদত্যাগপত্র গৃহীত

কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ১৮ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এ কে খন্দকারের পদত্যাগপত্র গৃহীত

এ কে খন্দকার

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীরউত্তম সেক্টর কমান্ডারস্ ফোরামের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।

ফোরামের মহাসচিব বরাবর লেখা পদত্যাগপত্রটি বুধবার ফোরামের ধানমন্ডি কার্যালয়ে পৌঁছানো হয়। ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব পদত্যাগপত্রটি গ্রহণ করেন। পাশাপাশি তিনি সংগঠনটির প্রাথমিক সদস্যপদ থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

পদত্যাগপত্রে একে খন্দকার লিখেছেন, আমি অদ্য ১৭/০৯/২০১৪ তারিখ থেকেই সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে সেক্টর কমান্ডার্স ফোরামের ‘চেয়ারম্যান’- এর পদ থেকে সরে দাড়াচ্ছি। অদ্য ১৭/০৯/২০১৪ তারিখ থেকে সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য পদ থেকে আমার নাম প্রত্যাহার করছি।’

 

বয়সের কারণে বর্তমানে ওই পদে থেকে ফোরামের সার্বিক দায়িত্ব পালন করা সম্ভব হয়ে উঠছে না বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।

উল্লেখ্য, এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বই ‘১৯৭১: ভেতরে বাইরে’সম্প্রতি প্রকাশিত হয়। এই বইয়ে তিনি উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে ‘জয় পাকিস্তান’বলেছিলেন বলে বইতে উল্লেখ করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধকালে মুজিব বাহিনীর ভূমিকার সমালোচনা করেন এ কে খন্দকার। এই বই প্রকাশের পর আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সংসদে একে খন্দকারের তীব্র সমালোচনা করা হয়।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৪/কামাল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়