ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে দোতলা থেকে লাফ দিয়ে বড় বোনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৩ জুন ২০২৩   আপডেট: ১২:৩৬, ১৩ জুন ২০২৩
ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে দোতলা থেকে লাফ দিয়ে বড় বোনের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকায় পানিতে ডুবে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি দোতলা থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন বড় বোন। 

সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরব পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ জুন) সকালে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ডোবার পানিতে ডুবে ছোট ভাই নিরব মোল্লার (১২) মৃত্যুর খবর শোনার পর তার বড়বোন নাজা বেগম (১৮) বাসার ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা গেছেন। 

নিরব ও নাজা বেগমের বাবার নাম বাছির মোল্লা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সোমবার বিকেল ৫টার দিকে চন্ডিবের মোল্লা বাড়ির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিরব পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলার সময় ফুটবল ডোবায় পড়ে যায়। ফুটবলটি পানি থেকে আনতে গিয়ে সে ডুবে যায়। বন্ধুরা তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিরবের চাচা নাছির মোল্লা বলেন, নিরবকে খুব ভালবাসতেন তার বড়বোন নাজা। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোন নাজা বেগম তার বাসার দোতলা থেকে লাফ দেন। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর দেখে চিকিৎসকের পরামর্শে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাজাও মারা যায়। পরিবারের দুটি সদস্যের এমন মৃত্যুতে সবাই স্তব্ধ হয়ে গেছে। 

পুলিশ জানায়, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাদের পরিবারের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

রুমন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়