সরস্বতী পূজার যত প্রস্তুতি

পূজার সব আয়োজন শেষের পথে। শেষ মুহূর্তে প্রতিমার গায়ে রং-তুলির আঁচড় দিচ্ছেন প্রতিমাশিল্পীরা।
আগামী ৩ ফেব্রুয়ারি বিদ্যাদেবী সরস্বতীর পূজা। পূজার দিন সরস্বতীর আরাধনা করবেন হিন্দুধর্মাবলম্বীরা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব সরস্বতী পূজা। এ উপলক্ষে শেষ মুহূর্তে চলছে সরস্বতী প্রতিমা তৈরির কাজ। পূজার সব আয়োজন শেষের পথে। শেষ মুহূর্তে প্রতিমার গায়ে রং-তুলির আঁচড় দিচ্ছেন প্রতিমাশিল্পীরা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসবকে ঘিরে ঢাকার ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরে চলছে প্রতিমা প্রস্তুতির ব্যস্ততা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রমনা কালী মন্দির থেকে ছবিগুলো তুলেছেন লোকনাথ ঘোষ।
দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের কুমার মাটি।
প্রতিমার প্রথম ধাপ হিসেবে বাঁশ, খের ও মাটি দিয়ে আকৃতি তৈরি করা হয়।
ধাপে ধাপে দেওয়া হয় রঙের প্রলেপ।
শিল্পীদের কল্পনার ছোঁয়ায় প্রতিমাগুলো পায় অনন্য রূপ।
ছোট-বড় বিভিন্ন আকৃতির প্রতিমা তৈরি করছেন তারা, যা ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে।
মন্দির কর্তৃপক্ষ আশা করছে, পূজা উপলক্ষে প্রচুর ভক্তসমাগম হবে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।
ঢাকা/এনএইচ