বিশালের হবু স্ত্রী সাইকে কতটা জানেন?

তামিল-তেলেগু সিনেমার অভিনেত্রী সাই ধনশিকা। তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা রেড্ডিকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। গত ১৯ মে অডিও ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন সাই-বিশাল। সেখানেই বিয়ের ঘোষণা দেন এই যুগল। আগামী ২৯ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।
১৯৮৯ সালের ২০ নভেম্বর তামিল নাড়ুর তানজাবুরে জন্মগ্রহণ করেন সাই ধনশিকা। ২০০৬ সালে তামিল ভাষার ‘মানাথুড়ু মারিকালাম’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। একই বছর তামিল ভাষার আরো দুটো সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।
এরপর দুই বছরের বিরতি নেন সাই। ২০০৯ সালে ‘কেম্পা’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার। তবে এতে খুব একটা নজর কাড়তে পারেননি। একই বছর তামিল ভাষার ‘পেরেনামি’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান সাই ধনশিকা।
পরের বছরই তামিল ভাষার ‘মঞ্চা ভেলু’ সিনেমায় অভিনয় করেন সাই ধনশিকা। এতে অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। একই বছর মুক্তি পায় তার অভিনীত ‘নীল গাবানি ছেল্লাদে’। এক বছর বিরতি নিয়ে ‘আরাবান’ সিনেমায় অভিনয় করেন সাই। ২০১৩ সালে অভিনয় করেন ‘পরদেশী’ সিনেমায়। দুটো চলচ্চিত্র বহুমুখী প্রতিভার প্রমাণ দেন সাই। ফলে চলচ্চিত্র সমালোচকরাও তার ভূয়সী প্রশংসা করেন।
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘কাবিল’ সিনেমা ২০১৬ সালে মুক্তি পায়। এ সিনেমায় রজনীকান্তের কন্যা যোগী চরিত্রে অভিনয় করেন সাই ধনশিকা। এ চরিত্রের জন্য ঢের প্রশংসা কুড়িয়েছেন ৩৫ বছরের এই অভিনেত্রী।
১৯ বছরের অভিনয় ক্যারিয়ারে ২৩টি সিনেমা উপহার দিয়েছেন ভার্সেটাইল অভিনেত্রী সাই। এবার সংসার জীবন গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। কয়েক মাস আগে অভিনেতা বিশালের সঙ্গে পরিচয় হয় সাইয়ের। তারপর কাছে আসা। সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
কিছুদিন আগে সাই ধনশিকা বলেন, “আমি আমার সেই মানুষটিকে পেয়ে গেছি। আমাদের বিয়ের কথা চলছে। ভালোবেসে আমরা বিয়ে করছি। খুব শিগগির বিয়ের দিনক্ষণ, ভেন্যু জানানো হবে।”
১৯৭৭ সালের ২৯ আগস্ট জন্মগ্রহণ করেন বিশাল। তার বয়স এখন ৪৭ বছর ৮ মাস। জন্মদিনে বিয়ের পিঁড়িতে বসবেন বিশাল। অন্যদিকে, সাইয়ের বয়স এখন ৩৫ বছর ৬ মাস। তাদের বয়সের ব্যবধান ১২ বছর ২ মাস। ফলে এ নিয়ে বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ঢাকা/শান্ত