ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ককটেল হামলায় ছাত্রলীগ কর্মী আহত

সেখ ইউসুফ আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় ককটেল হামলায় ছাত্রলীগ কর্মী আহত

খুলনা জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে কমার্স কলেজের ইমরান নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পিটিআই মোড়ে এ ককটেল এ ঘটনা ঘটে।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দুর্বৃত্তকারীরা এ ঘটনা ঘটিয়েছে। একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুটি বিস্ফোরিত হয়। একটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় খুলনা কমার্স কলেজের ছাত্রলীগ কর্মী ইমরান আহত হয় । আহত ইমরানকে খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

 

 

 

রাইজিংবিডি/২২ মার্চ ২০১৫/ খুলনা/সেখ ইউসুফ আলী/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়