ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যাপকহারে ওএমএস চালু করার দা‌বি রাঙ্গার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাপকহারে ওএমএস চালু করার দা‌বি রাঙ্গার

দেশে ব্যাপকহারে খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) চালু করতে সরকারের প্রতি দা‌বি জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তি‌নি এ দা‌বি জানান।

মশিউর রহমান রাঙ্গা বলেন, ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। গরিব ও দুস্থ মানুষদের জন্য ব্যাপকহারে ওএমএস কর্মসূচি চালু করলেই খেটে খাওয়া মানুষ বাঁচতে পারবে।

মধ‌্যবিত্ত‌দের জন‌্য ত্রা‌ণের ব‌্যবস্থা করার দা‌বি জা‌নি‌য়ে জাপা মহাস‌চিব বলেন, মধ্যবিত্তরা ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারে না। আবার বিত্তবানদের ত্রাণ বিতরণের তালিকায় মধ্যবিত্তদের নাম থাকেনা। তাই মধ্যবিত্তদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে। ওএমএস কর্মসূচিতে ১০টাকা কেজি মূল্যে চাল এবং স্বল্প মূল্যে ডাল, তেলসহ নিত্যপণ্য বিতরণের আহবান জানান রাঙ্গা।

দিনমজুর, হোটেল শ্রমিক, বাস শ্রমিক, টেম্পো শ্রমিক, ইমারত শ্রমিক, লঞ্চ শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে সহায়তা দিতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ। এছাড়া দলমত নির্বিশেষে সবাই সহায়তা করতে তি‌নি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

 

রাই‌জিং‌বি‌ডি/নঈমুদ্দীন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়