ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্বাধীনতাকামী মানুষের কাছে জিয়াউর রহমানের মৃত্যু নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্বাধীনতাকামী মানুষের কাছে জিয়াউর রহমানের মৃত্যু নেই: ফখরুল

স্বাধীনতাকামী মানুষের কাছে প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের মৃত্যু নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ মে) ভার্চুয়াল এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল এ আলোচনা অনুষ্ঠিত হয়।  

বিএনপি সূত্র জানিয়েছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে এবং লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইন্টারনেটে এ ভার্চুয়াল আলোচনা শোনেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোটি কোটি স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষের কাছে জিয়া কখনো মরে না। আজকে গণতন্ত্রবিহীন, মানবতাহীন নির্মম এ রাষ্ট্রে জিয়া অত্যন্ত প্রাসঙ্গিক। সংগ্রাম গণতন্ত্রের জন্য, সংগ্রাম স্বাধীনতার জন্য, সংগ্রাম মুক্তির জন্য- আজকের এ দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার'।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে এদেশে টিকিয়ে রাখতে হলে জনগণের স্বার্থে বিএনপিকে আরও শক্তিশালী হতে হবে। জনগণ এ বিএনপির পেছনে রয়েছে। অতীতে যে কটা নির্বাচন প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে যে, সরকারি দল যারা এখন দেশ পরিচালনা করছে তারা বুঝতে পেরেছে জনগণ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপিকে ক্ষমতায় বসাবে। এজন্য জনগণকে ভোট দেওয়ার  সুযোগ দেয়নি তারা'।

স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘বিএনপির ওপর শত নিপীড়ন-নির্যাতনের পরে শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি এখনো টিকে রয়েছে, টিকে থাকবে। একে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না।’

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বক্তব্য রাখেন।


ঢাকা/সাওন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়