ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিকেলে ১৪ দলের বৈঠক

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪১, ৭ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেলে ১৪ দলের বৈঠক

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করে সোমবার বিকেলে মতবিনিময় সভার আহ্বান করেছে ১৪ দল। বিকেল ৫টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিরোধী দলের চলমান আন্দোলন ঠেকাতে মানববন্ধন কর্মসূচি পালন না করে ধারাবাহিক নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হবে বলে ১৪ দল সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকাসহ দেশব্যাপী মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং বিএনপি-জামায়াত অশুভ জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সোমবারের এ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সংশ্লিষ্ট সকলকে যথাসময় বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়