ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছাত্রলীগের হামলা ভিসির দুর্নীতির সাক্ষ‌্য: প্রগতিশীল ছাত্র জোট

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের হামলা ভিসির দুর্নীতির সাক্ষ‌্য: প্রগতিশীল ছাত্র জোট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের ওপর হামলা ভিসির ‍দুর্নীতিরই আরেক সাক্ষ‌্য বলে অভিহিত করে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ও হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকীসহ বিশ্ববিদ্যালয়ের জোটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা এক ন্যাক্কারজনক ঘটনা। এই ক্যাম্পাসের দূর্নীতিবাজ ভিসির মদদে ওই হামলায় শিক্ষকসহ প্রায় ৩৫ জন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা ও ছাত্রলীগের সন্ত্রাসী চেহারা আরেকবার উন্মোচিত হলো।

বাম ছাত্র সংগঠনগুলোর এই জোটের নেতারা বলেন, যে ছাত্রলীগকে উন্নয়ন প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা দিয়ে এই দুর্নীতির সূত্রপাত, সেই দুর্নীতির অপকর্মের স্বাক্ষ্য হলো এই হামলা। দূর্নীতিবাজ ভিসি হামলাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সন্ত্রাসীদের মদদদাতা হিসেবেই নিজেকে প্রমাণিত করেছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এই আন্দোলনকে থামিয়ে দিতে চাইলেও আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে।"

জাবি'র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে এই হামলাকারীদের বিচার ও দূর্নীতিবাজ উপাচার্যের অপসারণ দাবি করা হয়।


ঢাকা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়