ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘স্বাস্থ্য বুলেটিন বন্ধ করায় গুজব বাড়বে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘স্বাস্থ্য বুলেটিন বন্ধ করায় গুজব বাড়বে’

অনলাইনে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রচার বন্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘এই সিদ্ধান্তের ফলে করোনা পরীক্ষাসহ গোটা চিকিৎসা ব্যবস্থার ওপর জনগণের অবিশ্বাস বাড়বে। একই সঙ্গে করোনা নিয়ে নানা ধরনের গুজবও বাড়বে।’

তিনি বলেন, ‘এমনিতেই করোনা সংক্রান্ত সরকারি তথ্য ও ভাষ্যে জনগণের বিশেষ আস্থা নেই। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণা, দেশে সংক্রমণের প্রকৃত অবস্থা সরকারি ভাষ্যের চেয়ে অনেক খারাপ। তারপরও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে করোনা সংক্রান্ত সরকারি তথ্যটুকু অন্তত জানা যেত। এখন প্রেস রিলিজ আকারে এ তথ্য জানালে এর ওপর মানুষের ভরসা আরো কম থাকবে, এটাই স্বাভাবিক।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ওই নেতা বলেন, ‘করোনার ভরা মওসুমে সরকারি চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতার কারণে নমুনা সংগ্রহ কমেছে, অথচ সংক্রমণের আনুপাতিক হার এখনো ২০-২২ শতাংশের মতো। যখন করোনায় প্রতিদিন গড়ে ৪০ জন মানুষ প্রাণ হারাচ্ছে, তখন সরকারি পদক্ষেপের কারণে এরকম ভুল ধারণা তৈরি হতে পারে যে, বাংলাদেশে করোনার বিপদ বুঝি কেটে গেছে।’

পরিস্থিতির ‍উত্তরণে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সমন্বিত ও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়