ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অবহেলায় মসজিদে হতাহতের ঘটনা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:০৭, ৭ সেপ্টেম্বর ২০২০
অবহেলায় মসজিদে হতাহতের ঘটনা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অবহেলা ও দায়িত্বহীনতার কারণে নারায়ণগঞ্জে পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক আবু হাসান টিপু।

তারা বলেন, ‘সরকারি দপ্তরগুলোতে কোনো প্রকার জবাবদিহিতা না থাকায় দেশের গ্যাস-বিদ্যুৎ, পানিসহ প্রতিটি দপ্তরই দুর্নীতিবাজদের আখরায় পরিণত হয়েছে। সরকারি এসব দপ্তরগুলোতে ঘুষ দিয়েও সাধারণ মানুষকে অনেক সময় সেবার বদলে উল্টো প্রতারণার শিকার হতে হয়। ঘুষ বাণিজ্য এখানে ওপেন সিক্রেট।’

তিতাস গ্যাস কোম্পানির অভিযুক্ত ঘুষখোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এদের অবহেলা ও দায় দায়িত্বহীনতার কারণে সারা দেশে আরো অনেক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ দুর্ঘটনায় আহতদের উপযুক্ত চিকিৎসা, হতাহতদের পরিবারের পুনর্বাসনেরও দাবি জানান তারা।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। এতে মারা যান ২৬ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন।

ঢাকা/মামুন/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়