ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৫, ১৮ অক্টোবর ২০২০   আপডেট: ১২:১৭, ১৮ অক্টোবর ২০২০
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন (এফসিএ) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি দীর্ঘদিন নানা অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকাল থেকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
 
উল্লেখ্য, তিনি ১৯৯৬ এবং ২০০১ সালে ময়মনসিংহ-৫ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একেএম মোশাররফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মন্ত্রীসভায় জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে অক্টোবর ২০০১ থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। নাইকো রিসোর্স দুর্নীতির অভিযোগে তিনি ২১ মে ২০০৬ সালে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। 

এরপর ২০০৮ সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনে ময়মনসিংহ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত হয়েছিলেন।

মিলন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়