ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিএনপিকে নেতৃত্ব পরিবর্তন করে আন্দোলনে নামার পরামর্শ হানিফের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৩ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৩৭, ৩ জানুয়ারি ২০২১
বিএনপিকে নেতৃত্ব পরিবর্তন করে আন্দোলনে নামার পরামর্শ হানিফের

মাহবুবউল আলম হাফিন (ফাইল ছবি)

বিএনপিতে যোগ‌্য নেতা দরকার বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দলটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন করতে চাইলে বিএনপির প্রধান নেতৃত্ব পরিবর্তন আনা দরকার।’

রোববার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বিশ্বশান্তি ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন শক্তি ও নম্রতা সমন্বয়’ শীর্ষক এক সেমিনারে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘আন্দোলন করলে আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলন শিখে তারপর বিএনপি আন্দোলন করুক।’ তিনি বলেন, ‘বিএনপি অগণতান্ত্রিক পন্থায় সৃষ্টি হয়েছে। এই দলের মুখে গণতন্ত্রের কথা মানাই না।’ 

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘যখন ক্ষমতায় ছিলেন, তখন কোন গণতন্ত্র মেনেছেন আপনারা? বরং শেখ হাসিনাকে হত্যা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছেন। আপনাদের কাছে জানতে চাই, এটা গণতন্ত্রের কোন সংজ্ঞার মধ্যে পড়ে?’

স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু ত্যাগ স্বীকারের স্মৃতিচারণ করে হানিফ বলেন, ‘তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু যেমন কোমল মনের মানুষ ছিলেন, তেমনই ছিলেন দৃঢ়চেতাও। আর তার মনোবল সবসময়ই ছিল অটুট।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আয়োজক সংগঠনের সভাপতি প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফণীন্দ্র সরকার, বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, ব্যরিস্টার তৌফিকুর রহমান প্রমুখ।

 

ঢাকা/পারভেজ/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়