ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জনগণের কাছে এই সরকারের বিশ্বাসযোগ‌্যতা নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২২ জানুয়ারি ২০২১  
জনগণের কাছে এই সরকারের বিশ্বাসযোগ‌্যতা নেই: রিজভী

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

সরকার শুরু থেকেই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ‌্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জনগণের কাছে এই সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’ 

শুক্রবার (২২ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। 

এই বিএনপি নেতা বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষের আতঙ্ক ও ভীতির সুযোগে ত্রাণ বিতরণের নামে সারাদেশে দুর্নীতি ও লুটপাট চলেছে। ক্ষমতাসীন দলের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় করোনা-টেস্টের ভুয়া সনদপত্র কেলেঙ্কারি, করোনা চিকিৎসার নামে ভুয়া হাসপাতাল চালু, মাস্ক, পিপিই সরঞ্জাম, সেনিটাইজার খরিদ-টেন্ডার নিয়ে দুর্নীতির মহোৎসব হয়েছে।’  

রিজভী বলেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তার প্রতিবেদনে বলেছে, ভারত করোনার টিকা ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে ভারত যদি দেখে নিরাপদ, তখন তারা ভারতের জনগণকে দেবে।  আর ভারতের নাগরিকদের ওপর এর পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে।’

ভারতীয় ভ‌্যাকসিনের সমালোচনা করে রিজভী বলেন, ‘ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়ার পরও  ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত।’ ভারতের টিকা পরীক্ষার জন‌্য বাংলাদেশ বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছে বলেও তিনি মন্তব‌্য করেন। 

ঢাকা/সাওন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ