Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১১ মে ২০২১ ||  বৈশাখ ২৮ ১৪২৮ ||  ২৮ রমজান ১৪৪২

খালেদা জিয়া করোনায় আক্রান্ত: স্বাস্থ্য অধিদপ্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৫৯, ১১ এপ্রিল ২০২১
খালেদা জিয়া করোনায় আক্রান্ত: স্বাস্থ্য অধিদপ্তর

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং তার রাজনৈতিক দল কিছু জানায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান রোববার (১১ এপ্রিল) দুপুরে খালেদা জিয়া করোনা পজিটিভ- এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম  রাইজিংবিডিকে বলেন, আমি টেলিভিশনের স্ক্রলে এ খবর দেখেছি।  কিন্তু আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।  শুধু এইটুকু জানি শনিবার রাতে আইসিডিডিআরবি থেকে খালেদা জিয়ার করোনা টেস্ট করানো হয়েছে। 

খালেদা জিয়া বর্তমানে জামিনে রয়েছেন। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার।  পরে তা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে।  বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। 

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়