ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গাজায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৪ মে ২০২১  
গাজায় হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস।

শুক্রবার (১৪ মে) জুমার নামাজের আগে পরে দল দুটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

সকাল ১১টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভে দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ইসরায়েল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের ওপর হামলা করেছে।  এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে।  জাতিসংঘও কিছু বলছে না।

তিনি বলেন, এই বর্বরতার অবসান হওয়া দরকার। ইসরায়েল তাদের সম্প্রসারণ নীতি দিয়ে গাজা উপত্যকায় বসতি গড়ে তোলে। প্রতিনিয়ত ফিলিস্তিনি জনগণের ওপর তারা তাদের দখল কায়েম করছে। ইসরায়েলের দখলদার নীতি অব্যাহত থাকলেও এ বিষয়ে বিশ্ব সম্প্রদায় কিছুই বলছে না।

ইসলামী আন্দোলনের ঢাকা উত্তরের সভাপতি ফজলে বারী মাসুদসহ নেতারা বক্তব্য রাখেন। খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা।

মহানগর সভাপতি মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ গোলাম আসগর, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মো. আবদুল জলিল, মো. ফয়জুল ইসলাম, মুফতি ওযায়ের আমীন প্রমুখ।

মাওলানা আজীজুল হক বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনেও মসজিদ আল আকসায় নামাজরত ফিলিস্তিনিদের উপর নৃশংস বোমা হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরাইলী বাহিনী।  ইসরাইলী বাহিনীকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাকে ইসরাইলী বাহিনীর হত্যাযজ্ঞ বন্ধে বাধ্য করতে হবে।  তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে।

নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়