ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৩ মে ২০২১  
জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

শনিবার বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২৩ মে) সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির কথা জানান।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ৩০ মে সকাল ৬টায় কেদ্রীয় কার্যালয় ও দেশের মহানগর, জেলা, উপজেলার বিএনপি সব কার্যালয় দলীয় পতাকা অর্ধনমিমিত করা এবং কালো পতাকা উত্তালন করা হবে।  সকাল ১১টায় জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

২৯ মে বিকাল সাড়ে ৩টায় জিয়ার জীবনের ওপর কেন্দ্রীয়পর্যায়ে ভার্চুয়াল আলাচনা হবে, এতে মহানগর, জেলা ও উপজেলা সংযুক্ত হবে।

৩০ মে মহানগর, জেলা, উপজেলা কমিটিগুলা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।

সব অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের সুবিধা অনুযায়ী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করে বিএনপি কার্যালয়ের সঙ্গে সমন্বয় করবে।

সাওন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়