ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মধ্যরাতে অসহায় মানুষের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবক লীগ 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৫ জুলাই ২০২১  
মধ্যরাতে অসহায় মানুষের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবক লীগ 

অসহায় ভাসমান মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়

করোনা সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে চলছে কঠোর লকডাউন। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (২৪ জুলাই) রাত ১১টায় গুলিস্তানের অসহায় ভাসমান মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মগুণে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন, কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।’ 

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কল সেন্টার ০৯৬১১৯৯৯৭৭৭ এর মাধ্যমে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারের ফ্রি পরামর্শ সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সেবা, করোনা রোগীর লাশ গোসল, জানাজা, দাফন ও সৎকার, খাদ্য সহায়তাসহ বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম চলমান অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লকডাউনে কোনো মানুষ যাতে খাবার অভাবে কষ্ট না পায়। তার নির্দেশ পালনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মানবিক সেবা নিয়ে মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, উপদপ্তর সম্পাদক অ্যাডভোটেক মো. মনির হোসেনসহ আরও অনেকে।

ঢাকা/এসবি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়