এবারও কি ১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন করবে বিএনপি, প্রশ্ন কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো)
দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন করা নিয়ে বিতর্ক চলছে। এ বছর তার করোনা টেস্টের রিপোর্টে নতুন আরেকটি জন্মতারিখ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে সেই পুরনো প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারও কি ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করবে বিএনপি?
শনিবার (১৪ আগস্ট) রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বারবার আমাদের কষ্টকে উস্কে দিতে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করেন আপনারা। ১৯৯৫ সালে এ ভুয়া জন্মদিবস পালনের সূচনা। আমাদের বেদনাকে উস্কে দিতে কেক কেটে উৎসব করে ১৫ আগস্ট আপনারা জন্মদিন পালন করেছেন।’
তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, আপনার কাছে জানতে চাই, এ সত্য কেন বারবার কেন এড়িয়ে যাচ্ছেন? কীভাবে পালন করবেন এবারের ১৫ আগস্ট? কর্মসূচি পরিবর্তন করবেন? কেক কাটবেন না মিলাদ মাহফিল করবেন? কিন্তু ১৫ আগস্ট তো জন্মদিন রয়েই গেল। সেটা আপনার যেভাবেই করেন। ভুয়া জন্মদিন পালন করে আপনারা জাতির সামনে তামাশা করছেন।’
বেগম জিয়ার একাধিক জন্মদিনের তথ্য জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেবের কাছে আমি জানতে চাই, একজন মানুষের কয়টা জন্মদিন থাকতে পারে? তার জন্মদিন কয়টি? মেট্রিকুলেশনের সনদ অনুযায়ী ৫ সেপ্টেম্বর, ১৯৪৬; ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী ৯ আগস্ট, ১৯৪৪; ১৯৯৮ সালের শপথ নেওয়া প্রধানমন্ত্রী হিসেবে সরকারি নথিপত্রে জন্মতারিখ ১৯ আগস্ট, ১৯৪৫; পাসপোর্টে ৫ আগস্ট, ১৯৪৬; ১৯৯৫ সলের পর থেকে ১৫ আগস্ট এবং সর্বশেষ বেগম জিয়ার করোনা পরীক্ষায় ৮ মে, ১৯৪৬। করোনা টেস্টের রিপোর্ট অনুযায়ী জন্মতারিখ ৮ মে হওয়ার পরও আপনারা ১৫ আগস্টকে আকড়ে ধরে আছেন। একজন মানুষের জন্মদিন কয়টি?’
বক্তব্যের শুরুতে ১৫ আগস্টে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এত মর্মান্তিক, এত নৃশংসতম হত্যাকাণ্ড আর একটিও হয়নি। এ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে নেতৃত্বশূন্য করতে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী সমবেশে। এসব সন্ত্রাস ও ষড়যন্ত্র একই ষড়যন্ত্রে ধারাবাহিকতা।‘
টিকা নিয়ে ইস্যু তৈরির চেষ্টা করা হচ্ছে
টিকা নিয়ে যেসব নেতিবাচক কথা উঠবে, সেগুলো গ্রহণযোগ্য নয়, এ দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বর্তমানে বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা আসছে। আগামী ৬ মাস টিকা আসা অব্যাহত থাকবে। প্রয়োজনীয় টিকার নিশ্চয়তা প্রধানমন্ত্রী জাতিকে দিয়েছেন। গণটিকা কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, মানুষের আগ্রহ, অনেকে মেনে নিতে পারছে না। তারা সবকিছুতে ইস্যু খুঁজে বেড়ায়। গণটিকাতেও তারা রাজনৈতিক ইস্যু খুঁজতে চায়।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দীন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিএসএমএমইউতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক ডা. এমএ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।
পারভেজ/রফিক