ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠিতে বিএনপির ২ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৪ অক্টোবর ২০২১  
ঝালকাঠিতে বিএনপির ২ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা

ঝালকাঠিতে জেলা বিএনপি'র দু'টি কার্যালয় ভাংচুর করেছে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা যুবকরা হঠ্যাৎ করেই দলটির কার্যালয় ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
 
বিএনপিন একাংশের নেতা আনিসুর রহমান তাপু বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আমতলা সড়কে অবস্থিত জেলা বিএনপি'র কার্যালয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।’

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহদাত হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার একটু আগে মোটরসাইকেল বহর নিয়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সরকার দলীয় স্লোগান দিয়ে আমাদের দলের জেলা কার্যালয়ে এসে চেয়ার, টেবিল, দরজা জানালা ভেঙে তছনছ করে দিয়েছে।  এরা আমাদের দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে। বিষয়টি উদঘাটন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।’

এ বিষয়ে তাতক্ষনিক মন্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার বলেন, ‘ঝালকাঠিতে বিএনপি'র দলীয় কার্যালয় কোথায় তা আমরা জানি না।  আর এ ঘটনা সম্পর্কে আওয়ামী লীগ বা আমাদের কোনো সংগঠন জড়িত নয়।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্ম্কর্তা (ওসি) মো. খলিলুর রহমান  বলেন, ‘শহরের দুটি স্থানে বিএনপির দু'গ্রুপের কার্যালয়ে হামলার ঘটনা শুনেছি।  পুলিশ ঘটনাস্থলগুলি পরিদর্শন করেছে।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’

অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়