ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের: মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১২ জুন ২০২২  
খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া মারাত্মক অসুস্থ। তার একটা আর্টারিতে রিং পরানো হয়েছে। আরও দুইটাতে রিং পরাতে হবে। খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।’ 

রোববার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে আমরা বারবার আবেদন করেছি, অনুরোধ করেছি, কর্মসূচি দিয়েছি, আন্দোলন করেছি। গতকাল ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়ার বিষয়ে সরকার কোনো দায় নেবে না। আমরা আবারও বলছি, দায় সরকারকেই নিতে হবে। আল্লাহ না করুক, দেশনেত্রী খালেদা জিয়ার যদি কোনো অঘটন ঘটে, তাহলে এই দেশের মানুষ আপনাদের কখনও ক্ষমা করবে না। টেনে-হিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার মাল্টিপল প্রব্লেম। সেজন্য উন্নত চিকিৎসার পাশাপাশি উন্নত মেডিক্যাল ইকুইপমেন্ট সেন্টার দরকার। সেটা আমাদের দেশে নেই। তাই, আমাদের চিকিৎসকরা বলছেন, উন্নত ট্রিটমেন্টের জন্য ওনাকে উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া দরকার। আমাদের শেষ কথা—অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠান।’

গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে এই সরকারকে পদত্যাগ করতে হবে, মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বাতিল করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে একটি নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে জনগণ তাদের পছন্দমতো মানুষদের নির্বাচিত করতে পারবে। এর বাইরে কোনোকিছুই মেনে নিতে এ দেশের মানুষ প্রস্তুত নয়, মানবেও না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এখনও সময় আছে, এখনও বাঁচতে পারবেন। এরপর আর পালাবার পথ পাবেন না। সারা দেশে সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। অচিরেই যে দুর্বার গণআন্দোলন শুরু হবে, তার মাধ্যমে এ ভয়াবহ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

মেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়