ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুজিবনগরে ২টি মাটি কাটা গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা 

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২২  
মুজিবনগরে ২টি মাটি কাটা গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা 

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রাস্তার পাশে থাকা দুইটি মাটি কাটা গাড়ি (এক্সকাভেটর) পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে গাড়ি দু’টিতে শত্রুতা করে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা গাড়ি দু’টিতে আগুন জ্বলতে দেখে গাড়ির মালিক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গোপালপুর গ্রামের মুকুল মিয়া ও পার্শ্ববর্তী খোকসা গ্রামের রাশিদুল ইসলামকে খবর দেয়।  গাড়ি দুটির মালিক ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন। 

গাড়ির মালিক মুকুল মিয়া জানান, তিনি ২৫ লাখ টাকা দিয়ে এই এক্সকাভেটর কিনেছিলেন। প্রায় ১৫ দিন ধরে গোপালপুর গ্রামের বসতিপাড়া এলাকার কয়েকজন কৃষকের জমিতে মাটি ভরাট করছিলেন। অন্যান্য দিনের মত বৃহস্পতিবারও গাড়িটি ওই স্থানে রেখে এসেছিলেন তিনি। 

তিনি বলেন, গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়িটি হারিয়ে আমি পথে বসে গেলাম।

অপর এক্সকাভেটরের মালিক রাশিদুল ইসলাম বলেন, আমার গাড়িটিও ২৫ লাখ টাকায় কেনা। ১৫ দিন ধরে একই সাথে দু’টি গাড়ি মাটি ভরাটের কাজ করছিলো। রাতের আঁধারে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। 

তিনি জানান, তার গাড়িটি ৫০ ভাগ পুড়ে গেছে। গাড়িটি সারতে এখন আমার প্রায় ১৫ লাখ টাকা দরকার হবে।

মুকুল মিয়া ও রাশিদুল ইসলাম জানান, তাদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তারা আইনের আশ্রয় নেবেন।

মুজিবনগর থানা পুলিশের ওসি মেহেদী রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

মহাসিন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়