বিএনপি নেতা জাফরুল ইসলাম আর নেই
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

জাফরুল ইসলাম চৌধুরী
সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের ছেলে জহিরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার হঠাৎ অসুস্থ অনুভব করেন জাফরুল ইসলাম চৌধুরী। দ্রুত তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি ইন্তেকাল করেন।
বিগত বিএনপি সরকারের সময় জাফরুল ইসলাম চৌধুরী পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রেজাউল/ মাসুদ
আরো পড়ুন