ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুবলীগের সমাবেশ: সদরঘাটে নেতাকর্মীদের ঢল

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১১ নভেম্বর ২০২২   আপডেট: ১৪:৪৫, ১১ নভেম্বর ২০২২
যুবলীগের সমাবেশ: সদরঘাটে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই সমাবেশে যোগ দিতে সদরঘাটে দক্ষিণাঞ্চলের মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চে করে রাজধানী ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাটে আসতে শুরু করেন।

সদর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের জেলা- ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালীসহ আপপাশের এলাকার মানুষরা লঞ্চ ভরে ঢাকায় আসছেন। তাদের সবার মাথায় ক্যাপ, হাতে পতাকা। অনেকের গায়েই যুবলীগের স্টিকার সম্বলিত রঙ্গিন টি-শার্ট ছিলো। সদর ঘাটে লঞ্চ থেকে নামার পর মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে তাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে রায়সাহেব বাজার হয়ে সমাবেশস্থলের দিকে রওনা হতে দেখা গেছে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লাইনে দাঁড়িয়ে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের অভ্যর্থনা জানান।

বরগুনা জেলা যুবলীগের সাবেক নেতা মোহাম্মদ রেজাউল আলম বলেন, ‘সমাবেশকে সফল করতেই আমাদের ঢাকায় আসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ সবসময় মাঠে থাকবে।’

আমতলী উপজেলার যুবলীগের কর্মী মেহেদী হাসান জানান, ‘আমাদের এলাকার হাজার খানেক নেতাকর্মী এসেছে। আমরা সবাই মিলে সমাবেশটি সফল করতে চাই। যুবলীগের সবসময় বাংলার মানুষের পাশে থাকবে।’

পাথরঘাটা উপজেলার যুবলীগের পদ প্রত্যাশী রাজন শিকদার বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীদের সমাবেশ মানেই উৎসব মুখর পরিবেশ। দেশদ্রোহীদের দমন করতে যুবলীগ সবর্দা বদ্ধ পরিকর।’

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়