ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঞ্চ ভাঙচুর: আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩  
মঞ্চ ভাঙচুর: আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

ঢাকার আমিনবাজারে আজ (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে যে সমাবেশ হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর বরাত দিয়ে শায়রুল কবির বলেছেন, গতকাল (রোববার) মধ্যরাতে আওয়ামী সন্ত্রাসীরা মঞ্চ ভেঙে ফেলেছে। সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে প্রশাসন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আমিনবাজারে সমাবেশ করার অনুমতিও দেওয়া হয়নি। সে কারণে ওই সমাবেশ স্থগিত করা হয়েছে।

কবে সমাবেশ হবে, তা বিকেলে দলীয় কার্যালয়ে বৈঠকের পর জানানো হবে বলেও জানিয়েছেন শায়রুল কবির।

এদিকে, আজ বিকেলে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়