ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

সরকার বাজার সিন্ডিকেট লালন-পালন করছে: মুফতি ফয়জুল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ২২ মে ২০২৪  
সরকার বাজার সিন্ডিকেট লালন-পালন করছে: মুফতি ফয়জুল 

সরকার বাজার সিন্ডিকেট লালন-পালন করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে বুধবার (২২ মে) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সরকারের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। কাঁচা তরকারি, ডিম, মাছ, গোশতের দামের কাছে যাওয়াই দায়। এমতাবস্থায় খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমিক জনতার কী হবে, তা নিয়ে ভাবার সময় নেই সরকারের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। সরকারের ভয়াবহ দুর্নীতির প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়েছে। সরকার সিন্ডিকেটকে লালন-পালন করছে। ফলে, সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ জনগণ নিষ্পেষিত হচ্ছে।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শ্রমিকনেতা আব্দুর রহমান, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মাওলানা লোকমান হোসাইন জাফরী, এইচ এম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হাজী নজরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম মোল্লা, মাওলানা লিয়াকত আলী, আল-আমিন, ওমর ফারুক যশোরী প্রমুখ।

মুফতি ফয়জুল করীম বলেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন আন্দোলনের জন্য নিবেদিতপ্রাণ নেতা। পুরো জীবনকে দীনের পথে ব্যয় করে গেছেন। তিনি আন্দোলনের একটি দাওয়াতি কাজে আলোচনা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। 

পরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ