ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৬ মে ২০২৪  
সরকার বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে: মির্জা আব্বাস

সরকার জেনেশুনে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, জনগণ সচেতন না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে না।

অন্যদিকে, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ বিরূপ পরিস্থিতির মধ্যে আছে। স্বৈরাচারী এ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা কিছু করার দরকার সবই করা হবে।

রোববার (২৬ মে) গুলশানের একটি হোটেলে ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ শীর্ষক অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
 
এ সময় উপস্থিত নেত্রীবৃন্দ বলেন, যারা সমালোচনা সহ্য করে না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা খালেদা জিয়ার সুচিকিৎসায় বাধা দিচ্ছেন তারা ইতিহাসে হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। সময় হলে তাদের বিচার করা হবে।

এমএ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়