ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা সহ্য করা হ‌বে না: কা‌দের 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৬ জুলাই ২০২৪  
আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের অবমাননা সহ্য করা হ‌বে না: কা‌দের 

ফাইল ছবি

আন্দোলনের নামে জনগণের কোনও প্রকার দুর্ভোগ সরকার কোনভাবেই মেনে নেবে না জা‌নি‌য়ে আ.লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনও প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের, ধৈর্য ধরা মানে দুর্বলতা না। আজ আমরা জোর করে চড়াও হলে আপনারা কী প্রশ্ন করতেন? সময়মতো সব কিছু দেখবেন। যথাযথ অ্যাকশন নেওয়া হবে।

২০১৮ সালের কিছু গুজব তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে গণঅভ্যুত্থান ঘটানোর বৃথা চেষ্টা চলছে। এ সময় সোমবা‌রের ঘটনার তীব্র নিন্দা জানান কা‌দের। 

ম্যাথিউ মিলারের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লী‌গের সাধারণ সম্প‌াদক বলেন, বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখে নিতে পারে না।

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ওবায়দুল কা‌দের বলেন, আমরা আন্দোলনকারীদের আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। যারা এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের আভাস পাচ্ছেন, তাদের এই দিবাস্বপ্ন কর্পূরের মতো অচিরেই উড়ে যাবে।

দেশে চলমান এই আন্দোলনে ‘জনগণের সম্পৃক্ততা নেই’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 

পারভেজ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়