ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত দুঃস্বপ্ন দেখছে: রিজভী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৬ ডিসেম্বর ২০২৪  
ভারত দুঃস্বপ্ন দেখছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশের জনগণকে বিপাকে ফেলতে ভারত দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘‘ভারত ভেবেছে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়ে বাংলাদেশের জনগণকে বেকায়দায় ফেলবে। তারা ভেবেছে এই দেশের মানুষকে পানিতে, ভাতে, তরকারিতে বঞ্চিত করবে। বরং অবস্থা কাহিল হয়েছে আপনাদের।কলকাতা নিউমার্কেটের কোনো দোকান চলে না, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। আপনাদের কলকাতার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে।’’

আরো পড়ুন:

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে গুলশানে এক অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান অবস্থানের কঠোর সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। গুলশান দুই নম্বর গোল চত্বরের কাছে ‘দেশি পণ্য কিনে হও ধন্য’ ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে দেশীয় পণ্য বিক্রি উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

ভারতে চিকিৎসা বন্ধের হুমকির প্রেক্ষিতে রিজভী বলেন, ‘‘মনে করেছেন যে বোধহয় বাংলাদেশের মানুষ এতে অস্থির হয়ে গেছে। না, বাংলাদেশের মানুষ আনন্দিত এখন। আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, অনেক হাসপাতাল আছে, আপনারা কিসের অহংকার করেন। এখন বাংলাদেশের মানুষ প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে কিংবা অন্য দেশে যাবে।’’

অনুষ্ঠানে বিএনপির আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির, ছাত্রদলের তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে সুলভ মূল্যে দেশীয় শাড়িসহ বিভিন্ন কাপড় বিক্রির উদ্বোধন করেন রিজভী।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়