ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজির কারণে কৃষকের ত্রাহি অবস্থা: জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫  
চাঁদাবাজির কারণে কৃষকের ত্রাহি অবস্থা: জিএম কাদের

কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব‌লে‌ছেন, ‘‘রাস্তায় রাস্তায় চল‌ছে চাঁদাবাজি। চাঁদাবাজি আর মধ্যস্বত্বের মুনাফার লোভে জীবন যাচ্ছে কৃষকের। কৃষকদের বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নি‌তে হ‌বে।’’

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তি‌নি এসব কথা ব‌লেন।

জিএম কা‌দের ব‌লেন, ‘‘গেলো বছর কয়েক দফা বন্যায় ফসলের বিপুল ক্ষতি মেটাতে এবার ব্যাপকভাবে শীতকালীন শাকসবজি আবাদ করেছে কৃষক। ভালো ফলন পেলেও ফসলের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। তার স‌ঙ্গে যোগ হ‌য়ে‌ছে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের মুনাফার লোভ।’’

তি‌নি ব‌লেন, ‘‘বীজ, সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি দিয়ে ফসল ফলাতে কৃষক যে ব্যয় করেছে, তা তুলতে পারছে না ফসল বিক্রি করে। কৃষক ২-৩ টাকা মূল্যে যে লাউ বিক্রি করেছে, তা রাজধানীতে ১৫-২০ টাকা দামে বিক্রি হচ্ছে। আবার ২-৩ টাকা দামের টমেটো রাজধানীতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫-১৭ টাকায়। ৩-৪ টাকা দামের বেগুন রাজধানীতে বিক্রি হচ্ছে ১৫-১৮ টাকায়। কৃষক প্রতি পিস ফুলকপির দাম ২ থেকে ৩ টাকা পেলেও রাজধানীতে বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়। একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য সংরক্ষণ ও শুধুমাত্র বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক হিমাগারসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে বীজ, সার ও কীটনাশকের দাম কমাতে হ‌বে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়