ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২১ মে ২০২৫   আপডেট: ১৮:০৩, ২১ মে ২০২৫
রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাকের

ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ ইস্যুতে নিজ অনুসারী ও দলীয় নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বুধবার (২১ মে) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, “নির্দেশ একটাই— যতক্ষণ দরকার, রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।”

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কর্মীদের কঠোরভাবে রাজপথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইশরাকের এ ঘোষণাকে আন্দোলনে গতি আনার কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজপথে বিএনপির নেতাকর্মীরা এখন অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন। ইশরাক নির্দেশ দেওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি আরো বাড়ছে।

বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

ঢাকা/এএএম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়