ঢাকা     বুধবার   ২৫ জুন ২০২৫ ||  আষাঢ় ১১ ১৪৩২

‘আমাদেরকে দলবদ্ধতার ঊর্ধ্বে উঠতে হবে’

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৩ মে ২০২৫   আপডেট: ১২:১০, ২৩ মে ২০২৫
‘আমাদেরকে দলবদ্ধতার ঊর্ধ্বে উঠতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এক ফেসবুক পোস্টে ‘আমাদেরকে দলবদ্ধতার ঊর্ধ্বে উঠতে হবে’ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৩ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, “জুলাই বিপ্লবের পর গত রাত সবচেয়ে কঠিন ছিল। আমি এমন একটি প্রতিফলন শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে। এটা কোনো দোষের মুহূর্ত নয়। এটি প্রতিফলন করার একটি মুহূর্ত।”

পোস্টে তিনি লেখেন, “রাজনৈতিক অভিনেতাদের মধ্যে ক্ষুদ্র দ্বন্দ্ব এবং অবিশ্বাস পুরো গণতান্ত্রিক রূপান্তরকে ঝুঁকিতে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী গণনা একটি জাতির আশা বিপন্ন হতে দিতে পারি না, যারা স্বাধীনতার জন্য প্রস্তুত।”

এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আরও লেখেন, “আমাদের এটা এখানে হতে দেওয়া উচিত নয়। আমাদের দলবদ্ধতার উপরে উঠতে হবে। বিপ্লব জনগণের দ্বারা বহন করা হয়েছে এবং এটা তাদের কাছে। আমরা আমাদের সংযম, আমাদের সংলাপ এবং আমাদের ঐক্য ঋণী।”

তিনি আরও লেখেন, “এটি হোক ঐক্যের দিকে টার্নিং পয়েন্ট, আর বিভেদ নয়।”

ঢাকা/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়