কোনো দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে ড. ইউনূসকে এনসিপির আহ্বান
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘কোনো রাজনৈতিক দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানানো হয়েছে।’’
শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক শেষে বিফ্রিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি রক্ষায় দায়িত্ব গ্রহণ করেছিল, তা শেষ করতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি।’’
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের পর এনসিপি নেতাদের সঙ্গে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।
এদিন রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
অন্যদের মধ্যে ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
পদত্যাগ ইস্যুতে বিভিন্ন ধরনের আলোচনা ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে সব দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানানো হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না।
ঢাকা/রাজীব