ভারতে বিমান দুর্ঘটনায় জাপা চেয়ারম্যানের শোক
জি এম কাদের। ফাইল ছবি
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
শুক্রবার (১৩ জুন) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভারত সরকার ও সে দেশের সাধারণ মানুষের প্রতি সহানুভুতি এবং সহমর্মিতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, “নজিরবিহীন বিমান দুর্ঘটনা ও এর ভয়াবহতায় আমরা শোকাভিভূত। এমন ভয়াবহ দুর্ঘটনার সংবাদে আমরাও ব্যথিত। আমরা বিশ্বাস করি, স্বজনরা শোকার্ত পরিবারগুলো দ্রুত শোক ভুলে স্বাভাবিক জীবনে ফিরবে।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ