ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও অবস্থান অবস্থান কর্মসূচি পালন করেছেন ইশরাকের অনুসারীরা।
বুধবার (১৮ জুন) সকালে ঢাকাবাসীর ব্যানারে নগরভবনে জড়ো হন তারা। দুপুর ১টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক। এসময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং নাগরিক সেবা বিশেষ করে মশক নিধন কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেন।
ইশরাক বলেন, “আমরা নাগরিকদের ভোগান্তি দূর করতে চাই। এজন্য ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন অনিয়ম ও কারচুপির অভিযোগে আদালতে মামলা করেন।
চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচন ট্রাইব্যুনাল ২০২০ সালের সেই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এর ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে স্বীকৃতি দেয়।
তবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় আইনি জটিলতার কথা বলে এখনো তার শপথ অনুষ্ঠান আয়োজন করেনি। এই পরিস্থিতিতে, গত ১৫ মে থেকে ইশরাকের অনুসারীরা নগরভবনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন, যা এখনো চলছে।
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে বাধা থাকায় একটি পক্ষ ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ শুনানির পর হাইকোর্ট সম্প্রতি ওই রিট আবেদন খারিজ করে দেন। এরপরও মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক শপথের উদ্যোগ নেয়নি।
ইশরাকের অনুসারীদের দাবি, হাইকোর্টের রায়ের পর আর কোনো আইনি বাধা নেই। তারা অবিলম্বে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
ঢাকা/এএএম/রাজীব