ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী আন্দোলন

দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ১৯ জুন ২০২৫   আপডেট: ২২:২৯, ১৯ জুন ২০২৫
দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন

মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

দুইবা‌রের বে‌শি কেউ যে‌নো প্রধানমন্ত্রী না হয় এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন চে‌য়ে‌ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শে‌ষে দল‌টির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন চায়। তাতে করে মানুষের প্রতিটি ভোটের প্রভাব রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হবে।”

“বর্তমান পদ্ধতিতে দেশের অধিকাংশ মানুষের ভোট রাষ্ট্র পরিচালনায় কোন কাজে আসে না। গণতান্ত্রিক মূল্যবোধ ও চিন্তার বিপরিতে সংখ্যালঘুর শাসনে পরিচালিত হয় বাংলাদেশ। এই অশুভ ধারা থেকে উত্তরোণের জন্য এবং সত্যিকারের জাতীয় সরকার গঠনে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য,” ব‌লেও ম‌নে ক‌রেন দল‌টির এই শীর্ষ‌নেতা।

মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ব‌লেন, “আজ‌কের বৈঠ‌কে দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল, প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে। আমরা এ বিষ‌য়ে আমা‌দের মতামত দি‌য়ে‌ছি। দুইবারের বেশি কোনো ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী না হতে পারে সেই প্রস্তাবে ইসলামী আন্দোলন সমর্থন করেছে। কারণ প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা না থাকায় রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রীকতার জন্ম নিচ্ছে যা দেশের সামগ্রিক রাজনৈতিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করছে।”

বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অংশ ‌নেন দলের দুই প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং অধ্যাপক আশরাফ আলী আকন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়