এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
মেডিকেল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হামলায় দলের তিন জন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টারের নিচে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে দলের তিন জন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২৩ জুন) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলের নেতারা। এর আগে রবিবার রাতেও একই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব ও এনসিপির ঢাকা মহানগর নেতা আসিফ উদ্দিন সম্রাট।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “সদস্যসচিব আখতার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয়ের নিচে নামলে তাঁকে ঘিরে ৫০-৬০ জন লোক ছিলেন। বাংলামোটর মোড়ে সিগন্যাল ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হাইয়েস গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেল ছোড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি চলে যায়। এতে তিন জন আহত হন। তবে আখতার হোসেনের কোনো সমস্যা হয়নি।”
ঢাকা/বুলবুল/ইভা