ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াতের আমির

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৭ জুন ২০২৫   আপডেট: ২১:০১, ২৭ জুন ২০২৫
৫ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ দিনকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে গত বুধবার (২৫ জুন) পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পর থেকেই এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে নিজের অবস্থান জানান তিনি।

আরো পড়ুন:

ডা. শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, ‌‘৮ নয় ৫ই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।’

অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা শিক্ষার্থী ও তারুণদের গঠন করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাও দাবি করেছেন যে, ৫ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে হবে।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়