ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা নেই: জিএম কাদের

বি‌শেষ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৯ জুন ২০২৫   আপডেট: ১৭:৩৪, ২৯ জুন ২০২৫
মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা নেই: জিএম কাদের

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

রবিবার এক বিবৃতিতে অভিযুক্ত ধর্ষক ও ভিডিও ভাইরাল করা ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। একই সাথে ধর্ষিতার পরিবারকে প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘‘কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃংখলা পরিস্থিতি কতটা নাজুক। দেশে সাধারণ মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা নেই। কেউ জানে না, কে কোথায় হেনস্থার শিকার হবেন।’’

নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে কি? বিবৃতিতে এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। 

ঢাকা/নঈমুদ্দীন 

সর্বশেষ

পাঠকপ্রিয়