ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৬ জুলাই ২০২৫  
ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের

নাহিদ ইসলাম। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ব্লকেড’ কর্মসূচি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাহিদের উদ্ধৃতি দিয়ে এক পোস্টে এ আহ্বান জানান দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

আরো পড়ুন:

পোস্টে তিনি লেখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’

এর আগে, বিকেল ৪টার দিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ, পদযাত্রা ও গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে ঘোষণায় বলা হয়েছিল, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।’

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়