ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসের সিদ্ধান্তের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ১৫:৩৪, ২৮ জুলাই ২০২৫
‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের  অফিসের সিদ্ধান্তের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই’

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

তিনি বলেছেন, “এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার এই অন্তর্বর্তী সরকারের নেই।” তাঁর মতে,  এমন গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই চুক্তি করা ন্যায়সঙ্গত হয়নি।

সোমবার ( ২৮ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস নিয়ে আমরাও উদ্বিগ্ন। বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি তার চেয়ে অনেক খারাপ পরিস্থিতি গাজায়। প্যালেস্টাইনে, আরাকানে বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকা দেখতে পাই না।”

তিনি বলেন, “ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস খোলার সিদ্ধান্ত নেওয়ার সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করা দরকার ছিল। এখানে পার্বত্য চট্টগ্রাম ইস্যু আছে। সেখানে মানবাধিকারের দোহাই দিয়ে যদি দেশের অখণ্ডতা ক্ষুণ্ন হয়, সেটিও আমাদের চিন্তা করতে হবে।”

গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজেদুর রহমান, এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মন্জু, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাহফুজুল হক, মহিউদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মামুনুল হক,  সাখাওয়াত হোসেন রাজি, সহকারী মহাসচিব মুসা বিন ইজহার প্রমুখ।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়