ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৩ আগস্ট ২০২৫  
শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু

‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ও ঘোষণা করবে দলটি।

রবিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন:

দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়।

শহীদ মিনারের মূল বেদীর দুই পাশে এলইডি ডিজিটাল স্ক্রিন দিয়ে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়া শহীদ মিনারের দুই পাশে আরও কয়েকটি এলইডি ডিজিটাল স্ক্রিন দেওয়া হয়েছে। সেখানে দুপুর থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র দেখানো হয়।

মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাস্তার ওপর মোবাইল টয়লেট ও মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। মঞ্চের পেছনে নেতাদের অবস্থানের জন্য তৈরি করা হয়েছে তাঁবু।

শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন বিষয়ে দলটির পরিকল্পনা ইশতেহার আকারে তুলে ধরা হবে জানিয়েছেন দলটির নেতারা।

ঢাকা/রুহানী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়