ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেভেল প্লেয়িং ছাড়া নির্বাচনে যাওয়া হাত পা বেঁধে সাঁতার কাটার শামিল: জাপা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৮ আগস্ট ২০২৫   আপডেট: ২১:১২, ৮ আগস্ট ২০২৫
লেভেল প্লেয়িং ছাড়া নির্বাচনে যাওয়া হাত পা বেঁধে সাঁতার কাটার শামিল: জাপা

দেশে এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,“দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক না থাকে, পুলিশ ও প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকে তাহলে নির্বাচনে অংশ নেওয়া মানে হাত পা বেঁধে সাঁতার কাটতে নামার শামিল। সরকার নিরপেক্ষ হলে তবেই জাতীয় পার্টি নির্বাচনে যাবে।”

শুক্রবার (৮ আগস্ট) কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

আরো পড়ুন:

শামীম পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টির সাথে বর্তমান সরকার অবিচার করছে। অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথেও নির্বাচন কমিশন দফায় দফায় সভা করছে। কিন্তু, নিবন্ধিত এবং রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা সমৃদ্ধ জাতীয় পার্টিকে সভায় ডাকছে না। নির্বাচন কমিশন সংবিধানের শপথ নিলে অবশ্যই জাতীয় পার্টিকে আলোচনায় ডাকা উচিৎ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার এটি একটি বড় নিদর্শন হচ্ছে জাতীয় পার্টিকে আলোচনায় ডাকা হচ্ছে না।”

“দেশের নির্বাচনের কোনো পরিবেশ নেই। রাষ্ট্রের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এমন বাস্তবতায় মনে হচ্ছে নির্বাচন করার জন্য সরকারের কোন আন্তরিকতা ছিল না। নির্বাচন নিয়ে সরকার নতুন ইনিংস শুরু করেছে, আমরা দেখতে চাই এই ইনিংসে সরকার কেমন ব্যাটিং বোলিং করে। এরপরই আমরা নির্বাচনের ব্যাপারে সঠিক মন্তব্য করতে পারব। এখন যদি সরকার সচেষ্ট হয় তাহলে আগামী ৬ মাসের মধ্যে হয়তো নির্বাচন করা সম্ভব হবে। নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা ও সক্ষমতা থাকতে হবে।”

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পক্ষে সংসদে একমাত্র জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জোরালোভাবে বক্তৃতা করেছেন। গেল বছর ২৫ জুলাই বর্ধিত সভা ডেকে বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছিল জাতীয় পার্টি। আমাদের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আমাদের দুজন নেতা শহীদ হয়েছেন। অন্তত ৪ জন কারাবরণ করেছে এবং কয়েকশ নেতাকর্মী মামলায় জর্জরিত হয়ে পালিয়ে বেরিয়েছিল। তখন জাতীয় পার্টি বলেছিল, সরকার যা করছে তা পরিস্কারভাবে গণহত্যা। সে সময়ে গণহত্যা বন্ধের দাবিও জানিয়েছিল জাতীয় পার্টি। দুঃখের বিষয় হচ্ছে আন্দোলনের পরে আমরা দেখলাম আন্দোলনের কৃতিত্ব একটি ক্ষুদ্র অংশ দখল করার অপচেষ্টা চালাচ্ছে।”

রাজনীতিতে সব দলেরই ভুল ত্রুটি আছে জানিয়ে দলটির মহাসচিব বলেন, “২০১৪ সালে আমরা নির্বাচন বর্জন করেছি। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের  নেতৃত্বে ২৭০ জনের বেশি প্রার্থী নির্বাচন বর্জন করেছিল।পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং গোলাম মোহাম্মদ কাদের জীবনের ঝুঁকি নিয়ে ১৪ সালের নির্বাচন বর্জন করেছিলেন।পরবর্তীতে এরশাদকে সিএমএইচ এ ভর্তি করে কি করা হয়েছিল তা আপনারা সবাই জানেন। ২০১৮ সালের নির্বাচনে দেশের প্রায় সব দলই অংশ নিয়েছিল। সেই নির্বাচনটিও প্রশ্নবিদ্ধ ছিল। আগামী দিনে আমরা গণমানুষের প্রত্যাশা এবং তারুণ্যের স্বপ্নকে সামনে রেখে রাজনীতি করব।”

গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়