ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ পরিচালনার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপির: তারেক রহমান 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:১২, ৯ আগস্ট ২০২৫
দেশ পরিচালনার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপির: তারেক রহমান 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ড্যাবের কাউন্সিলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন

আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বিএনপির দেশ পরিচালনা করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, “দেশের মানুষ যারা বিএনপিকে সমর্থন করেন এবং যারা নিরপেক্ষ, তারাও অধিকাংশ চাওয়া আমাদের কাছে তুলে ধরেন। তারা মনে করেন, বিএনপি উদ্যোগ গ্রহণ করবে। আগামী দিনে বিএনপির নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ কারণে মানুষ বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে, একটি ভালো পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে।”

আরো পড়ুন:

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এক বছর আগে বহুল প্রত্যাশিত পরিবর্তন হয়েছে দেশে। ৫ তারিখে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চান, সামনের দিনগুলো ভালো হোক। বাস্তবতা বলছে, সাথে সাথে তো সব সম্ভব হবে না, কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, চেষ্টা করতে হবে।”  

চিকিৎসক সমাজের কাছে তার চাওয়া আছে জানিয়ে বলেন, “আমাদের ৩১ দফায় স্বাস্থ্য খাতের একটা দফা আছে, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সমর্থন হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। কারণ, শুধু সরকার বা দলের নেতাদের দিয়ে তা সম্ভব নয়। আমাদের এটা বাস্তবায়ন করতে এখানে উপস্থিত ৩ হাজার ১১৭ জন কাউন্সিলরসহ ড্যাবের সবার সহযোগিতা প্রয়োজন।”

এ সময় তিনি বলেন, “দেশ আমাদের সবার। সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।” 

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে, তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।”

সরকারের ওষুধ শিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে তিনি বলেন, “শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।”
 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়