ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপাকে তিন কাজের পরামর্শ দিলেন জেপি মহাসচিব শেখ শহীদ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ৯ আগস্ট ২০২৫  
জাপাকে তিন কাজের পরামর্শ দিলেন জেপি মহাসচিব শেখ শহীদ

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টির নতুন পথ চলায় সফলতা অর্জনে তিনটি কাজ গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে আয়োজিত পার্টির দশম জাতীয় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি।

আরো পড়ুন:

শেখ শহীদুল ইসলাম বলেন, “আশা করি কাউন্সিলের মধ্য দিয়ে এমন এক নেতৃত্বের শুভাগমন ঘটবে যারা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা করবেন। জাতীয় পার্টির হারানো ইমেজ পুনরুদ্ধার করবেন।”

জাতীয় পার্টির নতুন নেতৃত্ব আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারকে অগ্রিম অভিনন্দন জানিয়ে জেপি মহাসচিব বলেন, “আমি মনে করি, জাতীয় পার্টিকে তিনটি কাজ অবশ্যই করতে হবে। তাহলে তারা সফলতা অর্জন করবেন। তার একটা হলো, দলের অভ্যন্তরে গণতন্ত্র চালু করা, যেটা এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোতে পরিপূর্ণ নাই। এটি নতুন কমিটির প্রথম কাজ হতে পারে। দ্বিতীয় কাজ হবে দলকে ঐক্যবদ্ধ করা, জনগণের কাছে নিয়ে যাওয়া। আর তৃতীয় কাজ হবে, আগামী দিনে জনগণের জন্য এমন কর্মসূচি গ্রহণ করা, যে কর্মসূচির স্বপ্নদ্রষ্টা ছিলেন দলের প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ।এই তিনটি কাজ করার জন্য আগামী নেতৃত্ব আগামী দিনে সুদৃঢ পদক্ষেপ নিতে পারেন তবে জাতীয় পার্টি আবারও তার অতীতের গৌরব ফিরে পাবে।”

‘‘আপনাদের একটা কথা মনে রাখতে হবে-রাজনীতির আকাশে যে কালো মেঘ উঠে, রাত যদি গভীর হয় প্রভাতের উদয় ততই নিকটবর্তী হয়। সেই নতুন সূর্যোদয় অবগাহন করে জাতীয় পার্টির নেতাকর্মীরা যদি আগামী দিনের পরিকল্পনা তৈরি করতে পারেন তাহলে সফলতা আসবে। নতুন সকালের কর্মজ্জ্বল সূর্যস্নানে দেশবাসীকে তারা স্নাত করতে পারবেন।”

প্রথম অধিবেশনের উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির (জেপির) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

স্বাগত বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

দলের যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা ও দপ্তর সম্পাদক রাজ্জাক খানের পরিচালনায় কাউন্সিলে বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জহিরুল ইসলাম জহির, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, নুরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, খান ইসরাফিল খোকনসহ দলটির অধিকাংশ সিনিয়র নেতা ও বিভিন্ন জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা।

কাউন্সিলে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য, দিদারুল আলম দিদার বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) মহাসচিব জাফর আহমেদ জয় প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়