জড়িতদের বিচার দাবি
মঞ্জুর বাসায় বোমা হামলা দুঃখজনক: হাওলাদার
জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর গুলশানে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে দাবি করে হাওলাদার বলেন, “আনোয়ার হোসেন মঞ্জু একজন দেশের বর্ষীয়ান রাজনীবিদ ও বীর মুক্তিযোদ্ধা। এই দেশ গড়ার পেছনে তার অসামান্য অবদান রয়েছে। তিনি কিছুদিন আগে আমাদের সম্মেলনে এসে তার মতামত পেশ করেছেন। তার ওই মতামত কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে।কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক দুদিন আগে তার বাসায় বোমা হামলা হয়েছে। এই ঘটনায় গোটা জাতি হতবাক হয়েছে। তাহলে অন্তর্বর্তী সরকার আমলে কি বাক স্বাধীরতা নেই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ চলছে। কেউ বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, আবার কেউ কেউ নির্বাচন আগে দিতে হবে। এর মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নাই। নির্বাচন নিয়ে কালো মেঘ সৃষ্টি হয়েছে।সব দলের সাথে আলোচনা করে সমঝোতার মাধ্যমে এই কালো মেঘ কেটে যেতে পারে।”
তিনি বলেন, “যখনই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়, তখনই দেশে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে হলে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।”
জাতীয় পার্টি সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে হাওলাদার বলেন, “আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা একসময় আমাদেরকে স্বৈরাচার বলতো। কিন্তু তারা প্রমাণ করতে পারেনি আমরা স্বৈরাচার। বরং যে যতটুকু স্বৈরাচার বলেছে প্রকৃতি এখন তাদের দ্বিগুণ ফেরত দিচ্ছে।”
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আকতার, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভুইয়া, সরদার শাহ জাহান, হারুন আর রশিদ, নজরুল ইসলাম, নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী মো. ইয়াকুব হোসেন, শেখ আলমগীর হোসেন, নীগার সুলতানা রানী, মো. বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা, নাসির উদ্দিন সরকার, গোলাম মোস্তফা, হাফেজ মাহমুদুর রহমান, সেরনিয়াবাত সেকান্দার আলী, শারমিন পারভীন লিজা, মিজানুর রহমান দুলাল, তাসলিমা আকবর রুনা, শারমিন আকতার আবুল কালাম আজাদ, এম হাসেম উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ