ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো আসেনি: আযাদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৫৬, ২১ আগস্ট ২০২৫
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো আসেনি: আযাদ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: রাইজিংবিডি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, “যেহেতু বাংলাদেশে এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আসেনি, সে কারণে আমরা অন্যান্য দাবির সাথে এটা জোরালোভাবে বলছি যে, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। যেটা এখনো অনুপস্থিত আছে।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে হামিদুর রহমান আযাদ এ কথা বলেন।

আরো পড়ুন:

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নাই। আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তো আমরা এখানে সরকারকে বাধ্য করি নাই। সরকার প্রস্তুত হলে এই টাইমলাইনে নির্বাচন করতে পারে। সরকার যদি মনে করে আমরা প্রস্তুতি নিয়েছি তা হলে ফেব্রুয়ারিতে না হয়ে যদি চলতি বছরের ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, তাতেও জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই।”

পিআর পদ্ধতিতে নির্বাচনে জামায়াতের দাবির বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা জনমত তৈরি করে, জনগণের মত হিসেবেই সরকার যেন এটা (পিআর পদ্ধতি) মেনে নেয় সেই পর্যায়ে দাবি নিয়ে মাঠে ময়দানে যাচ্ছি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে যেমন বলেছি, জনগণের কাছেও গিয়েছি। সারা দেশে এটা (পিআর পদ্ধতি) নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরেছি।  আমরা জনমত তৈরির জন্য চেষ্টা করছি। এখন যদি আপনি বলেন, এটা সবাই চায় কিনা। সবাই সবকিছু নাও চাইতে পারে। জুলাই বিপ্লবের পরে মানুষের একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ আসলে আগামী দিনের জন্য একটা সুন্দর পলিটিক্যাল সিস্টেম চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের মানুষ এখন পিআরের পক্ষে মত দিচ্ছেন।”

তিনি বলেন, “আমরা তিনশ আসনের প্রার্থী দিয়ে মাঠে-ময়দানে  জনগণের কাছে যাচ্ছি। আমরা জনমত গঠনের কাজ করছি।”

হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠকে অংশ নেন। এই প্রতিনিধি দলে ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিমউদ্দিন সরকার, ঢাকা মহানগরীর উত্তরের নায়েব আমির আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগীর সেক্রেটারি ইয়াসিন আরাফাত, ইঞ্জিনিয়ার বিভাগের সভাপতি আবিদ হাসান।

ঢাকা/রায়হান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়