স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপিকে নির্মূল করতে পারেনি: আমিনুল হক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের হত্যা, গুম, খুন, হামলা-মামলার মাধ্যমে দমন করার চেষ্টা করেও বিএনপিকে নির্মূল করতে পারেননি।”
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ একদিনে হয়নি। টানা ১৭ বছর ধরে বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলন চালিয়ে গেছে।”
শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক আরো বলেন, “জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আমরা কখনো ভুলতে পারি না। তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা, শহীদ পরিবারকে সম্মান জানানো এবং আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
বিএনপি সবসময়ই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে আশ্বাস দেন তিনি।
জাতীয়তাবাদী শিক্ষক-কর্মচারী জনতা পরিবার বৃহত্তর মিরপুর থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মিরপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাকিল মোল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
পরে শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে সম্মাননা এবং আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ঢাকা/এএএম/এস