ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রস্তুত থাকুন, আঘাত এলে জবাব দি‌তে হ‌বে: জাপা মহাসচিব

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:৫১, ১ সেপ্টেম্বর ২০২৫
প্রস্তুত থাকুন, আঘাত এলে জবাব দি‌তে হ‌বে: জাপা মহাসচিব

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

আঘাত এলে জবাব দেওয়ার জন‌্য নেতাকর্মী‌দের প্রস্তুত থাকার আহ্বান জা‌নি‌য়েছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

তি‌নি ব‌লে‌ছেন, “সবাই প্রস্তুত থাকুন। কোন আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করবো। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে।”

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সাংবা‌দিক‌দের তিনি একথা বলেন।

জাতীয় পা‌র্টি আইনের শাস‌নে বিশ্বাসী রাজ‌নৈ‌তিক দল। কখনও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয় দা‌বি ক‌রে দল‌টির মহাস‌চিব ব‌লেন,  “এই মুহুর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না।”

“আরপিও অনুযায়ী যেসকল কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোন কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবি আমরা ভীত সন্ত্রস্ত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না,” ব‌লেন তি‌নি। 

ব্যারিস্টার শামীম বলেন, “জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।”

তি‌নি ব‌লেন, “সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে।”

ঢাকা/নঈমুদ্দীন ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়